মনে করুন, আপনি মালদ্বীপে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন এবং সেই জায়গাটির সম্পর্কে আপনার বিশেষ কোনও ধারণা নেই। আপনি কিভাবে আপনার ভ্রমণের পরিকল্পনা করবেন? আপনি কোনও ট্র্যাভেল এজেন্টকে ফোন করে আপনার ট্রিপ বুক করতে পারেন বা থাকার জায়গা, দর্শনীয় স্থান, যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি বেশ কয়েক ঘণ্টা ধরে গবেষণা করে সবশেষে আপনার ভ্রমণ ছকে নিয়ে বুকিং করতে পারেন। এই দুটির মধ্যে পার্থক্য হল যে, আপনি কারও সহায়তা নিয়ে তাঁর মাধ্যমে সেটি করবেন বনাম আপনি সম্পূর্ণভাবে নিজে সেটি করবেন।
একইভাবে ডাইরেক্ট ও রেগুলার প্ল্যানগুলিও আলাদা হয়। যখন আপনি কোনও ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কোনও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তখন আপনার টাকা রেগুলার প্ল্যানে বিনিয়োগ করা হয়। যখন আপনি কোনও ফান্ডে সরাসরি বিনিয়োগ করেন, তখন আপনার টাকা স্কিমের ডাইরেক্ট প্ল্যানে বিনিয়োগ করা হয়। যদিও উভয় প্ল্যানেই আপনি একই স্কিম ও পোর্টফোলিও পাবেন, কিন্তু সেগুলি কেবলমাত্র সংশ্লিষ্ট NAVগুলি ও ব্যয়ের অনুপাতে আলাদা হয়। যেহেতু রেগুলার প্ল্যানের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটরকে অবশ্যই একটি কমিশন দিতে হয়, সেহেতু ডাইরেক্ট প্ল্যানের তুলনায় রেগুলার প্ল্যানের ব্যয়ের অনুপাত বেশি হয়। এর ফলে একই স্কিমের ডাইরেক্ট প্ল্যানের তুলনায় রেগুলার প্ল্যানের NAV সামান্য কমে যায়।
যেসব বিনিয়োগকারীরা নিজে গবেষণা করতে ও নিজেদের বিনিয়োগের পোর্টফোলিও সামলাতে স্বচ্ছন্দ বোধ করেন তাঁরা ডাইরেক্ট প্ল্যান বেছে নিতে পারেন, নতুবা রেগুলার প্ল্যান বেশি উপযুক্ত হয়।