আমাদের রাতের খাবারের সবজি কোথা থেকে আসে? আপনি কি আপনার বাগানে সবজি চাষ করেন, নাকি আপনার বাড়ির কাছের বাজার/সুপারমার্কেট থেকে আপনার প্রয়োজনমত সবজি কেনেন? নিজের সবজি নিজে চাষ করার মত স্বাস্থ্যকর খাদ্য আর কিছুই নেই, কিন্তু বীজ বাছাই, জমিতে সার ও জল দেওয়া, কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করা ইত্যাদি কাজে খাটনি প্রচুর। দ্বিতীয় উপায়টি বেছে নিলে আপনি কম খাটনিতে নানা রকমের সবজির থেকে বেছে নিতে পারবেন।
একই ভাবে, আপনি ভালো কোম্পানিগুলির শেয়ারে সরাসরি বিনিয়োগ করতে পারেন অথবা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এগুলিতে বিনিয়োগ করতে পারেন। সম্পদ সৃষ্টি করার জন্য কোম্পানিগুলির স্টক কেনা যায় যারা আমাদের টাকা ব্যবহার করে তাদের ব্যবসা বৃদ্ধি করতে, এবং আমাদের জন্য মূল্য সৃষ্টি করে।
সরাসরি শেয়ারে বিনিয়োগ করার ব্যাপারটিতে তুলনামূলক ভাবে উচ্চ ঝুঁকি জড়িত আছে। আপনাকে কোম্পানি ও সেক্টরের সম্পর্কে গবেষণা করে তবে স্টক বাছাই করতে হবে।
আরো পড়ুন