মিউচুয়াল ফান্ডে কি প্রত্যেকদিন বিনিয়োগ করা উচিৎ?

মিউচুয়াল ফান্ডে কি প্রত্যেকদিন বিনিয়োগ করা উচিৎ? zoom-icon

আমরা খরগোশ ও কচ্ছপের সেই বিখ্যাত গল্পটি শুনে বড় হয়েছি যা আমাদের শিখিয়েছে- ধীর গতি এবং স্থির লক্ষ্য দৌড়ে জয়লাভ করার মূল মন্ত্র। এই নীতিকথাটি বিনিয়োগসহ জীবনের সকল ক্ষেত্রেই সমান ভাবে প্রাসঙ্গিক। আশ্চর্যের বিষয় নয় এটা যে, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) গুলি বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। SIP হলো দীর্ঘমেয়াদী ক্ষেত্রে স্থির সঞ্চয় ও সম্পদ উপার্জনের একটি দুর্দান্ত উপায়।

সম্পদ সৃষ্টির জন্য আপনার পছন্দসই পরিমাণের ভিত্তিতে আপনি সপ্তাহিক, মাসিক বা ত্রৈমাসিক SIP নির্বাচন করতে পারেন। কিছু কিছু ফান্ড হাউসে এছাড়াও দৈনিক SIP এর প্রচলন করেছে। কিন্তু জনপ্রিয় মাসিক অপশনের তুলনায় দৈনিক SIP কি অধিক পরিমাণ সম্পদ সৃষ্টি করতে সাহায্য করে? যেহেতু SIPগুলি দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য নির্মিত, তাই এটি একটি 10-15 বছরের সময়কালে জমে ওঠা সম্পদের পরিমাণের উপর খুব একটা প্রভাব ফেলে না, কিন্তু স্বল্পমেয়াদী সময়কালের পরিণতির উপর এটি প্রভাব ফেলতে পারে। দৈনিক SIP আপনার লেনদেনকে প্রতি মাসে এক থেকে কুড়িতে বৃদ্ধি করতে পারে এবং এটি পরিচালনা করা কঠিন হতে পারে। আপনার মনে যদি এখনও প্রশ্ন থাকে, “আমি কিভাবে আমার টাকা বিনিয়োগ করব”? শুরু করার পক্ষে মাসিক SIP ভালো।

421