ভারতে মিউচুয়াল ফান্ডের গ্রহণযোগ্যতা কতটা বৈচিত্র্যপূর্ণ?

ভারতে মিউচুয়াল ফান্ডের গ্রহণযোগ্যতা কতটা বৈচিত্র্যপূর্ণ? zoom-icon

1964 সালে চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত মিউচুয়াল ফান্ড ক্রমশ নিজের প্রভাব বৃদ্ধি করে এই মুহূর্তে 17.37 লক্ষ  কোটি টাকার সম্পদ পরিচালনা করছে (31শে জানুয়ারি 2017 পর্যন্ত)।

এই চিত্তাকর্ষক উন্নতির কারণ হলো একটি শক্তিশালী ভারতীয় অর্থনীতি, আরও বেশি উন্নত নিয়ন্ত্রণ, স্বনামধন্য ভারতীয় ও বিদেশী অ্যাসেট ম্যানেজারদের প্রবেশ, এবং ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যে পছন্দের অ্যাসেট ক্লাস হিসাবে মিউচুয়াল ফান্ডের গ্রহণযোগ্যতার বৃদ্ধি।

একটি উল্লেখযোগ্য বিষয়কে মাথায় রাখা প্রয়োজন যে, প্রতিটি ব্যক্তিগত খুচরো বিনিয়োগকারীর অ্যাকাউন্টের গড় বিনিয়োগের পরিমাণ হলো ₹ 68,086, যা থেকে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর কাছে এই অ্যাসেট ক্লাসের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার চিত্রটি স্পষ্টভাবে ধরা পড়ে।

ভারতে বর্তমানে 42টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMC) রয়েছে যারা এই ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষার দেশে মিউচুয়াল ফান্ড ও আর্থিক পরিকল্পনা সংক্রান্ত সচেতনতা বাড়াতে সাহায্য করে থাকে।

সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে প্রতি মাসে প্রায় 4000 কোটি টাকা বিনিয়োগ করা হয়, যা ভারতে মিউচুয়াল ফান্ডের প্রতি মানুষের বিশ্বাস ও জনপ্রিয়তার আরো একটি সূচক।

ভারতের সেরা 15 টি শহরের মোট মিউচুয়াল ফান্ড অ্যাসেটের 83% দখলে রয়েছে। ভারতের অপেক্ষাকৃত ছোট শহর ও মফঃস্বলগুলিতে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত সচেতনতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার লক্ষ্যে এই ইন্ডাস্ট্রিটি গভীর প্রচেষ্টা চালাচ্ছে।

(সমস্ত তথ্য অ্যাসোশিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস কর্তৃক প্রাপ্ত)

411