হাইব্রিড ফান্ড কি?

Video

আমরা যখন খেতে বসি তখন কোন খাবার পছন্দ করা হবে তা নির্ভর করে আমাদের হাতে কতো সময় আছে, উপলক্ষ্যটা কি এবং অবশ্যই আমাদের মুডের উপরে। আমাদের যদি তাড়া থাকে, ধরুন অফিসের লাঞ্চ অথবা বাস/ট্রেন ধরার আগে,তাহলে আমরা কম্বো মিল নিতে পারি। অথবা যদি আমাদের জানা থাকে যে কম্বো মিলটি বিখ্যাত, তবে আমরা মেনু দেখারও প্রয়োজন বোধ করিনা। আর মিলটি যদি ব্যস্ততাহীন হয় তাহলে আমরা মেনু থেকে আমাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন আইটেম যতো ইচ্ছা অর্ডার করতে পারি।

একই ভাবে, একটি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারী বিভিন্ন স্কিম থেকে নিজের পছন্দ মতো বাছাই ও বিনিয়োগ করতে পারেন। যেমন ইক্যুইটি ফান্ড, ডেব্ট ফান্ড , গোল্ড ফান্ড , লিকুইড ফান্ড , ইত্যাদি। এর পাশাপাশি কিছু কম্বো মিলের মতো স্কিমও আছে-যেগুলি হাইব্রিড স্কিম নামে পরিচিত। এই হাইব্রিড স্কিমগুলি, আগে যা ব্যালেন্সড ফান্ড নামেও পরিচিত ছিল, দুই বা ততোধিক অ্যাসেট ক্যাটিগরিতে বিনিয়োগ করে যাতে বিনিয়োগকারীরা উভয়ের সুবিধা ভোগ করতে পারেন। ভারতীয় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরণের হাইব্রিড ফান্ড আছে। কিছু স্কিম আছে যারা দুটি অ্যাসেটে বিনিয়োগ করে, যেমন, ইক্যুইটি ও ডেব্ট, অথবা ডেব্ট ও সোনা। এছাড়াও এমন স্কিম আছে যা ইক্যুইটি, ডেব্ট ও সোনা এই তিনটিতেই বিনিয়োগ করে। যদিও বা বেশিরভাগ জনপ্রিয় হাইব্রিড স্কিমগুলি ইক্যুইটি ও ডেব্ট অ্যাসেটে বিনিয়োগ করে।

বিভিন্ন প্রকারের হাইব্রিড ফান্ডগুলি বিভিন্ন ধরণের অ্যাসেট বরাদ্দকরণের কৌশল মেনে চলে। বিনিয়োগ করার পূর্বে আপনার উদ্দেশ্যগুলি স্পষ্ট করে নিতে ভুলবেন না।

421