হাইব্রিড ফান্ড কি?

Video

আমরা যখন খেতে বসি তখন কোন খাবার পছন্দ করা হবে তা নির্ভর করে আমাদের হাতে কতো সময় আছে, উপলক্ষ্যটা কি এবং অবশ্যই আমাদের মুডের উপরে। আমাদের যদি তাড়া থাকে, ধরুন অফিসের লাঞ্চ অথবা বাস/ট্রেন ধরার আগে,তাহলে আমরা কম্বো মিল নিতে পারি। অথবা যদি আমাদের জানা থাকে যে কম্বো মিলটি বিখ্যাত, তবে আমরা মেনু দেখারও প্রয়োজন বোধ করিনা। আর মিলটি যদি ব্যস্ততাহীন হয় তাহলে আমরা মেনু থেকে আমাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন আইটেম যতো ইচ্ছা অর্ডার করতে পারি।

একই ভাবে, একটি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারী বিভিন্ন স্কিম থেকে নিজের পছন্দ মতো বাছাই ও বিনিয়োগ করতে পারেন। যেমন ইক্যুইটি ফান্ড, ডেব্ট ফান্ড , গোল্ড ফান্ড , লিকুইড ফান্ড , ইত্যাদি। এর পাশাপাশি কিছু কম্বো মিলের মতো স্কিমও আছে-যেগুলি হাইব্রিড

আরো পড়ুন