চীনা ভাষায় একটি সুন্দর প্রবাদ আছে, "একটি গাছ লাগানোর সেরা সময় ছিল 20 বছর আগে। দ্বিতীয় সেরা সময় হল এখন।"
বিনিয়োগের ক্ষেত্রে বিলম্ব করার কোনও কারণ নেই, যদিনা, আপনার বিনিয়োগ করার মতো অর্থ না থাকে। আর যদি করতেই হয় তো, সেটি নিজে-করার চেয়ে মিউচুয়াল ফান্ড ব্যবহার করে করা সবসময়েই ভালো।
বিনিয়োগ শুরু করার জন্য কোনও সর্বনিম্ন বয়সসীমা নেই। যে মুহূর্তে একজন উপার্জন এবং সঞ্চয় করতে শুরু করেন, সেই মুহূর্ত থেকেই তিনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারেন। এমনকি, বাচ্চারাও তাদের জন্মদিন বা উৎসবের সময় উপহার হিসেবে প্রাপ্ত অর্থের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলতে পারে। একইভাবে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য ঊর্দ্ধ-বয়সসীমাও নেই।
মিউচুয়াল ফান্ডে বিভিন্ন উদ্দেশ্যের জন্য উপযুক্ত বিভিন্ন স্কিম আছে। কিছু কিছু স্কিম দীর্ঘ সময়ে বৃদ্ধির জন্য উপযুক্ত, আবার যাদের নিয়মিত আয়ের নিরাপত্তার প্রয়োজন তাদের জন্যও কিছু কিছু স্কিম আছে,
আরো পড়ুন