আমি কিভাবে সরাসরি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারি?

Video

যদি আপনার KYC সম্পূর্ণ থাকে, তাহলে আপনি অফলাইনে বা অনলাইনে সরাসরি কোনও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আপনি যদি অনলাইনে লেনদেন করতে অস্বস্তি বোধ করেন তবে আপনি তার নিকটতম শাখায় গিয়ে একটি ফান্ডে বিনিয়োগ করতে পারেন।

মিউচুয়াল ফান্ড স্কিমে সরাসরি বিনিয়োগ করার জন্য সব থেকে সুবিধাজনক উপায় হল অনলাইন এবং আপনি তাতে কমিশনও বাঁচাতে পারবেন। আপনি কোনও ফান্ডের ওয়েবসাইট বা সেটির আরটিএ-র সাইটের অথবা কোনও ফিনটেক প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন বিনিয়োগ করতে পারেন। কোনও ফান্ডের ওয়েবসাইটে সরাসরি বিনিয়োগ করার জন্য আপনাকে একাধিক লগইন সামলাতে হবে।

ডাইরেক্ট প্ল্যানে বিনিয়োগ করার অর্থ হল আর্থিক পরিকল্পনা তৈরি করার, নিজের লক্ষ্যের জন্য যথোপযুক্ত ফান্ডগুলি বেছে নেওয়ার, প্রয়োজন হলে পোর্টফোলিওকে পুনরায় সুষম করার জন্য নিয়মিতভাবে সেটি খেয়াল রাখার দায়িত্ব গ্রহণ করছেন। সঠিক ফান্ডগুলি বেছে নেওয়ার ও পোর্টফোলিও সামলানোর জন্য মিউচুয়াল ফান্ডের বিষয়ে সম্যক জ্ঞান সকলের থাকে না। অতএব, যেসব বিনিয়োগকারী স্বচ্ছন্দে সেটি সামলাতে পারবেন তাঁদের জন্যই ডাইরেক্ট প্ল্যান উপযোগী হয়। নতুবা, মিউচুয়াল ফান্ড সম্বন্ধে পর্যাপ্ত জ্ঞান যাদের নেই তাঁদের কোনও ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হয়।

412
411