আমি যদি নির্দিষ্ট সময়ের আগেই উইথড্র করে নিই তাহলে কি পেনাল্টি বা জরিমানা দিতে হবে?

আমি যদি নির্দিষ্ট সময়ের আগেই উইথড্র করে নিই তাহলে কি পেনাল্টি বা জরিমানা দিতে হবে?

প্রতিটি ওপেন এন্ডেড স্কিম প্রায় সম্পূর্ণ লিকুইডিটির স্বাধীনতা প্রদান করে, অর্থাৎ যেখানে রিডেম্পশনের কোনও সময় বা পরিমাণগত বাধা নেই। তবে অল্প কিছু কিছু স্কিমে একটি এক্সিট লোড নির্ধারণ করা থাকতে পারে।

যেমন, একটি স্কিম 1 বছরের মধ্যে রিডিম করার ক্ষেত্রে 1% এক্সিট লোড নির্দিষ্ট করে। এর অর্থ হলো, যদি একজন বিনিয়োগকারী 1লা এপ্রিল, 2016 তারিখে বিনিয়োগ করে থাকেন, তাহলে 31শে মার্চ 2017 তারিখের পূর্বে কোনও রিডেম্পশন করা হলে NAV তে 1% পেনাল্টি দিতে হবে। যদি কোনও বিনিয়োগকারী 1লা ফেব্রুয়ারী 2017 তারিখে ₹200 NAV-তে রিডিম করেন, তাহলে ₹2 বাদ যাবে এবং বিনিয়োগকারীর কাছে প্রতি ইউনিটে ₹198 রিটার্ন আসবে।

এক্সিট লোড সংক্রান্ত সকল তথ্য সাধারণত প্রাসঙ্গিক স্কিম সংক্রান্ত নথিপত্রে উল্লেখ করা থাকে। যেমন, একটি ফান্ড ফ্যাক্ট শিট বা কী ইনফরমেশন মেমোরেন্ডামে এই ধরণের তথ্য থাকে।

409