বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে গত দুই দশকে আর্থিক স্বাধীনতা সম্বন্ধে পর্যাপ্ত লেখা এবং বলা হয়েছে। কিন্তু মহিলাদের আর্থিক স্বাধীনতা বলতে কি বোঝায়? এটি বিষয়কেন্দ্রিক এবং বিভিন্ন মহিলার কাছে এর অর্থ বিভিন্ন রকম হতে পারে। একজন কর্মরতা মহিলার কাছে এর অর্থ হতে পারে, তার নিজস্ব আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা নিজেকে আর্থিক দিক থেকে চালিয়ে নেওয়ার সক্ষমতা। একজন গৃহিণীর জন্য, এর অর্থ হতে পারে তিনি যখনই চাইবেন অর্থ ব্যয় করতে সক্ষম হবেন বা জরুরী অবস্থার সময় নিজেকে টিকিয়ে রাখতে সক্ষম হবেন।
প্রাথমিক স্তরে, আর্থিক স্বাধীনতা তাদের সামাজিক বা অর্থনৈতিক পটভূমিকা নির্বিশেষে মহিলাদের আরো বেশি সুরক্ষিত এবং সম্মানিত মনে করায়। আপনা থেকেই এটি কেবল মহিলাদের উপর নয় বরং তাদের পরিবার, সমাজ এবং দেশের উপর একটি রিলে পদ্ধতিতে প্রভাব ফেলে। আরো আর্থিকভাবে স্বাধীন নারী মানে আরো প্রগতিশীল সমাজ যা স্বাস্থ্যবান, নিরাপদ এবং কম পক্ষপাতদুষ্ট। আর্থিকভাবে
আরো পড়ুন