মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সর্বনিম্ন ও সর্বাধিক মেয়াদ কি?

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সর্বনিম্ন ও সর্বাধিক মেয়াদ কি?

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সর্বনিম্ন মেয়াদ এক দিন এবং সর্বাদিক মেয়াদ ‘চিরস্থায়ী’।

সর্বনিম্ন মেয়াদ এক দিন বলতে অতি সহজে বোঝা যায়, অর্থাৎ একটি নির্দিষ্ট NAV-তে ইউনিট বরাদ্দ করা এবং পরের দিনের NAV-তে তা রিডিম করে নেওয়া। তবে, সর্বাধিক মেয়াদের ‘চিরস্থায়ী’ প্রকৃতি বলতে কি বোঝায়? ভারতে প্রত্যেকদিনের NAV যুক্ত ওপেন এন্ড স্কিম রয়েছে, যা 20 বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান রয়েছে। এবং এমন বিনিয়োগকারীরাও আছেন যারা এই দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করে রেখেছেন! যতদিন পর্যন্ত এই স্কিমগুলি কার্যকরী থাকবে এবং NAV ভিত্তিক সেল ও পারচেস মূল্য প্রদান করবে, বিনিয়োগকারীরা ততদিন পর্যন্ত বিনিয়োগ করে রাখা পছন্দ করতে পারেন। একটি ওপেন এন্ড ফান্ড ততদিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে যতদিন না ফান্ড হাউসটি তা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে, ট্রাস্টিদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর।

411

মিউচুয়াল ফান্ডস কি একদম ঠিক?